
About Us
The Daulatpur Union Education and Welfare Trust UK, established in 2010, is dedicated to fostering education and advancing socio-economic development within the community. Since its inception, the Trust has enhanced the area’s well-being through various welfare initiatives such as scholarship awards to students and providing free eye treatment to the underprivileged in the union.
With a vision to elevate educational standards and ensure continuous improvement, the Trust aims to make a meaningful impact both directly and indirectly. This includes promoting educational opportunities and implementing quality enhancement measures. Moreover, the Trust strives to significantly contribute to the socio-economic fabric of the region by offering service-oriented assistance and support.
Board of Management

M Mohabbath Sheikh
Chairman

Shamsuddin Talukdar Shams
General Secretary

Mahbub Ali Chunnu
Treasurer
আসসালামু আলাইকুম,
বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ৫নং দৌলতপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী ও কমিউনিটি ব্যক্তিত্ব এবং শিক্ষানুরাগীবৃন্দের অক্লান্ত পরিশ্রমের ফসল দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের অগ্রযাত্রায় আজকের এই বার্ষিক সাধারণ সভায় আমাদের সম্মানিত সকল ট্রাস্টিবৃন্দকে জানাই স্বাগত, শুভেচ্ছা ও অভিনন্দন।
সম্মানিত ট্রাস্টিবৃন্দ,
গত ৭ই নভেম্বর ২০২২ সালে ট্রাস্টের দ্বি-বার্ষিক সাধারণ সভায় আমি ট্রেজারার এর দায়িত্ব গ্রহণের পর ট্রাস্টের বাংলাদেশ কৃষি ব্যাংকের দুইটি একাউন্ট বুঝিয়া পেয়েছিলাম। যার বিবরণী
নিম্নে-
* ফিক্সড ডিপোজিট একাউন্টে ৪৫ লক্ষ ৫১ হাজার ৮ শত ৮৭ টাকা এফ ডি আর।
* সেইভিং একাউন্টে (৪৭১৪) পেয়েছিলাম ৯ লক্ষ ২ হাজার ১ শত ৫০ টাকা।
পরবর্তীতে পর্যায়ক্রমে আমাদের ১৮ জন নতুন ট্রাস্টির ফি বিভিন্ন তারিখে আমাদের একাউন্টে জমা হয় যার ফলে আমাদের এই মেয়াদ কালের আয় ও ব্যয় পরে লভ্যাংশ সহ বর্তমানে আমাদের ২টি একাউন্টে জমা আছে যার মোট পরিমাণ প্রফেশনাল একাউন্ট্যান্ট দ্বারা সার্ভেকৃত নিচের ব্যাংক স্টেটমেন্ট এ দেয়া হলো।
ব্যয় বিবরণী
গত ১৪ই ফেব্রুয়ারী ২০২৩ সালে ৩ লক্ষ ২০ হাজার টাকা এবং ১৩ই ফেব্রুয়ারী ২০২৪ সালে ৩ লক্ষ ২৯ হাজার টাকা শিক্ষার্থীদের বৃত্তি বিতরণে ব্যয় করা হয়। আর এই ২টি বৃত্তির জন্য সর্বমোট ৬ লক্ষ ৪৯ হাজার টাকা ট্রাস্টের একাউন্ট থেকে উত্তোলন করে ব্যয় করা হয়।
সম্মানিত ট্রাস্টিবৃন্দ, অতি কৃতজ্ঞচিত্তে আপনাদের অবগত করছি যে, আমাদের ট্রাস্টের ওয়েলফেয়ার খাতে ফ্রি চক্ষু শিবির করার লক্ষ্যে গত ২০২৩ সালে আমরা একটি তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছিলাম যার ফলশ্রুতিতে আপনাদের স্বতঃস্ফূর্ত দানের বিনিময়ে ৬ লক্ষ ৯৫ হাজার টাকা এবং ২ হাজার ৮ শ ৪০ পাউন্ড সংগৃহীত হয়েছিলো।
আর এই তহবিল থেকে আমরা ১৩ই ফেব্রুয়ারী ২০২৩ সাল সিংগেরকাছ আলীম মাদরাসায় এবং ১৫ই ফেব্রুয়ারী ২০২৩ সালে দৌলতপুর দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসায় পৃথক ২টি ফ্রি চক্ষু শিবির সম্পূর্ণ করতে ৪ লক্ষ ১৬ হাজার ৯শ ২৩ টাকা ব্যয় করেছি।
এবং উক্ত শিবিরসমূহ সম্পূর্ণ করে আমাদের অবশিষ্ট অর্থ-
* সংগ্রহ -৬,৯৫,০০/ এবং ২৮৪০ পাউন্ড
*ব্য্য- ৪,১৬,৯২৩/ -০০০০ পাউন্ড
মোট উদ্ধৃত – ২ লক্ষ ৭৮ হাজার টাকা ৭৭ টাকা এবং ২ হাজার ৮শত ৪০ পাউন্ড।
এবং উক্ত উদ্ধৃত অর্থ আমাদের কার্যকরী কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক হাসিন উজ্জামান নুরু সাহেবের কাছে জমা আছে এবং ২টি শিক্ষা বৃত্তি এবং ২টি ফ্রি চক্ষু শিবিরের বিস্তারিত প্রতিবেদন অপর পৃষ্ঠায় সমূহে সংযোজন আছে।
পরিশেষে ট্রাস্টের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মহান আল্লাহ তায়ালার কাছে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ।
হাজী জাহির আলী
কোষাধ্যক্ষ
আসসালামু আলাইকুম,
দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সম্মানিত ট্রাস্টিবৃন্দ আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের সংগঠন দৌলতপুর ইউনিয়নের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার প্রয়াসে
যুক্তরাজ্যে বসবাসরত আমার প্রিয় জন্মভূমি দৌলতপুর ইউনিয়নের উদ্যোমী বেশ কয়েকজন সম্মানিত প্রবাসীদের উদ্যোগে ২০১০ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে নামের সংগঠন।
আলহামদুলিল্লাহ শুরু থেকে সংগঠনের একজন ট্রাস্টি এবং কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নিজেকে অত্যন্ত গর্বিত ও ধন্য মনে করছি এবং গত ৭ই নভেম্বর ২০২২ সালে ট্রাস্টের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সম্মানিত সকল ট্রাস্টিবৃন্দ আমাকে সভাপতি নির্বাচিত করে দুই বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি উপহার দিয়েছিলেন।
আলহামদুলিল্লাহ, প্রবাস জীবনে সকলের শত ব্যস্ততার মাঝেও আমরা এই কমিটির সকল সদস্যবৃন্দ ট্রাস্টকে সঠিকভাবে পরিচালনা করে আরো গতিশীল করার জন্য যথাসাধ্য কাজ করে যাচ্ছি। তাই আজকের এই বার্ষিক সাধারণ সভায় দূর-দূরান্ত থেকে উপস্থিত সম্মানিত সকল ট্রাস্টিবৃন্দকে স্বাগত জানিয়ে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমি প্রত্যাশা করি আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় আমাদের প্রিয় সংগঠন দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র অগ্রযাত্রা আরো বর্ণিল, সাবলীল ও উন্নত হোক এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকুক প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত।
মোহাম্মদ মোহাব্বত শেখ
সভাপতি
আসসালামু আলাইকুম,
সম্মিলিতভাবে আর্ত-মানবতার সেবায় কাজ করার লক্ষ্যে আমাদের মহতী উদ্যোগ ও পরিশ্রমের ফসল দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের অগ্রযাত্রায় অংশীদার সম্মানিত সকল ট্রাস্টিবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠাকাল থেকে আমি এই ট্রাস্টের সাথে সম্পৃক্ত থাকতে পারায় নিজেকে গর্বিত ও ধন্য মনে করছি। তাই আজকের এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সম্মানিত সকল ট্রাস্টিবৃন্দকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি।
সম্মানিত ট্রাস্টিবৃন্দ,।
গত দ্বি-বার্ষিক সাধারণ সভায় আপনারা আমাদের সিনিয়র ট্রাস্টি জনাব মোহাম্মদ মোহাব্বত শেখকে সভাপতি, আমাকে সাধারণ সম্পাদক এবং জনাব হাজী জাহির আলীকে ট্রেজারার নির্বাচিত করে প্রবীণ ও নবীন ট্রাস্টিদের সমন্বয়ে ১৫ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী কার্যকরী কমিটি উপহার দিয়েছিলেন।
যাইহোক, আমাদের কমিটির সকল সদস্যবৃন্দের ব্যক্তিগত শত ব্যস্ততার মাঝেও অতি গুরুত্বের সাথে ট্রাস্টের বিভিন্ন কাজে তাদের অনেক মূল্যবান সময় ব্যয় করে প্রিয় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। যার ফলশ্রুতিতে আমাদের বর্তমান কমিটির চলমান দিনগুলিতে নিম্নের কার্যক্রম সমূহ সম্পাদন করতে সক্ষম হয়েছি,
* ৬টি কার্যনির্বাহী কমিটির সভা করেছি যাতে প্রায় ৮৫ ভাগ সদস্যদের উপস্থিতি ছিল।
* ট্রাস্টি সংগ্রহের লক্ষ্যে গত ২৯ মে ২০২৪ সালে নর্থ ইউকে’র ওল্ডহাম শহরে নেটওয়ার্কিং সফর ও পৃথক ২টি সভা সফলভাবে সম্পূর্ণ করেছি।
* কার্যনির্বাহী কমিটির সভাসমূহে ধারাবাহিকভাবে ১৮ জন নতুন ট্রাস্টির আবেদন অনুমোদন করা হয়। যার ফলশ্রুতিতে বর্তমানে আমাদের ট্রাস্টি সংখ্যা ৮৯ জন।
*২০২৩ সালে বাংলাদেশে পঞ্চম এবং ২০২৪ সালে ষষ্ঠ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
*২০২৩ সালে ট্রাস্টের সামাজিক খাতে বাংলাদেশ সিংগেরকাছ আলীম মাদরাসা এবং দৌলতপুর দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসায় ট্রাস্টের তৃতীয় ও চতুর্থ ফ্রি চক্ষু শিবির আয়োজন করা হয়।
উভয় শিক্ষাবৃত্তি এবং ফ্রি চক্ষু শিবিরের বিস্তারিত কমিটির পক্ষ থেকে আবারো আপনাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমাদের সকলের মহৎ উদ্দেশ্যের প্রতিফলন দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উত্তর উত্তর আরো সমৃদ্ধি কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালার কাছে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করছি। আমিন
হাসিন উজ্জামান (নুরু)
সাধারণ সম্পাদক
সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার প্রয়াসে যুক্তরাজ্যে বসবাসরত আমার প্রিয় জন্মভূমি দৌলতপুর ইউনিয়নের উদ্যোমী বেশ কয়েকজন সম্মানিত প্রবাসীদের উদ্যোগে ২০১০ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে নামের সংগঠন।
আলহামদুলিল্লাহ, শুরু থেকে সংগঠনের একজন ট্রাস্টি এবং কার্যনির্বাহী কমিটিতে ট্রাস্টের সম্মানিত সকল ট্রাস্টিবৃন্দ আমাকে সভাপতি নির্বাচিত করে দুই বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি উপহার দিয়েছিলেন।
প্রবাস জীবনের শত ব্যস্ততা ও আমার শারীরিক অনেক আরোগ্যের মধ্য দিয়ে আমরা এই কমিটির সকল সদস্যবৃন্দ ট্রাস্টকে সঠিকভাবে পরিচালনার যথা সাধ্য চেষ্টা অব্যাহত রেখে আমাদের কমিটির
মেয়াদ অতিবাহিত করেছি প্রায় অনেকদিন পূর্বে। যাইহোক আজকের এই দ্বি-বার্ষিক সভায় উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আসছে আগামী কমিটির সকলের প্রতি রইলো আগাম শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রত্যাশা করি দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র অগ্রযাত্রা আরো বর্ণিল, সাবলীল ও উন্নত হোক এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকুক প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত।
শামসুদ্দিন তালুকদার শামস
সাবেক সভাপতি
বিসমিল্লাহির রাহমানির রাহিম, দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর দ্বি-বার্ষিক সাধারণ সভা – ২০১৮ উপলক্ষে ট্রাস্টের লক্ষ্য-উদ্দেশ্য, কার্যক্রম ও সম্মানিত ট্রাস্টিবৃন্দের পরিচিতি সহ ইউনিয়নের বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে একটি ম্যাগাজিন প্রকাশ করতে পেরে আমরা মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। জীবন ও জীবিকার তাগিদে বিংশ শতাব্দীর প্রথমার্ধ থেকে অদ্যাবধি দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশ থেকে বিশেষ করে বাংলাদেশের অন্যতম আধ্যাত্মিক অঞ্চল খ্যাত বৃহত্তর সিলেট বিভাগ থেকে কয়েক লক্ষাধিক লোক আজ বিলেতে স্থায়ীভাবে বসবাস করছেন। তিন-চার পুরুষ পার হলেও এখনো নাড়ির টানকে তারা ছিন্ন করতে পারেননি বলেই এলাকার সাথে সুসম্পর্ক অটুট রেখে শিক্ষা ও সামাজিক উন্নয়নের মাধ্যমে আপামর জনগোষ্ঠী বিশেষ করে দরিদ্র জনগণের কল্যাণের লক্ষ্যে প্রায় সাড়ে সাত বছর পূর্বে যুক্তরাজ্যে বসবাসরত সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ৫নং দৌলতপুর ইউনিয়নের কিছু নবীন-প্রবীণ, উদ্যোমী ও সম্মানিত প্রবাসীদের অক্লান্ত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রতিষ্ঠা করা হয় ‘ দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকে। তাই যে সকল মহৎপ্রাণ ব্যক্তিবর্গ এই উদ্যোগ গ্রহণ করেছিলেন, এ পর্যন্ত যারা এই ট্রাস্টের ট্রাস্টি হয়েছেন এবং যারা ট্রাস্টের সাথে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা পোষণ করেছেন আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞ এবং সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ।
আজকের এই দ্বি-বার্ষিক সাধারণ সভায় কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, সম্মানিত সকল ট্রাস্টিবৃন্দ ও উপস্থিত মেহমানবৃন্দকে স্বাগত জানিয়ে আমাদের বর্তমান কার্যনির্বাহী কমিটির বিগত দিনের সকল সফলতা আগামী কমিটির কাছে ধারাবাহিকতার প্রত্যাশা করে আগামী দুই বছরের জন্য আসছে কমিটির সকলের প্রতি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি।
আমাদের ম্যাগাজিন প্রকাশনায় যারা মূল্যবান পরামর্শ, বিজ্ঞাপন ও সময় দিয়ে কাংখিত লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমাদের প্রকাশনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
সম্পাদনার সীমাবদ্ধতার কারণে ব্যাপক তথ্য, লেখা এবং মতামত সংযোজন করা সম্ভব হয়নি বলে আন্তরিক দু:খ প্রকাশ করছি। পরিশেষে স্বীকার করছি, সম্পাদনটি ত্রুটিমুক্ত নয় তাই অনিচ্ছাকৃত ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি। আমাদের উদ্দেশ্য মহৎ, লক্ষ্য সুনির্দিষ্ট কর্মধারায় ও ষড়যন্ত্রবিহীন তাই আগামী দিনে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে হবে দেশ ও বিদেশি ইউনিয়নবাসীর মধ্যে সেতুবন্ধনের অন্যতম বাহক এবং অপার সম্ভাবনার প্রতীক। বিবাদ নয়- ঐক্যের বন্ধন, বিনাশ নয়-পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয়- সমন্বয় ও শান্তি এই সত্যকে সঙ্গী করে সংগঠনটির আগামী দিনে সর্বক্ষেত্রে সফলতা, অগ্রগতি, ও স্বার্থকতার এবং সংগঠন সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করছি৷ আমিন
আব্দুল হামিদ খান সুমেদ
সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক
বাংলাদেশ একটি উউন্নয়নশীল রাষ্ট্র তবে সম্পদের সীমাবদ্ধতা ও তা সঠিক ব্যবহারের অভাবের কারণে শিক্ষা ও সামাজিক উন্নয়নে সকলের প্রয়োজনীয়তা পূরণ করা সম্ভব হয়না বিধায় সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হয়। এই বাস্তবতায় আমাদের বেশ কিছু উৎসুক প্রবাসীবৃন্দের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। যার ধারাবাহিকতায় ট্রাস্টের অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে একটি ম্যাগাজিন প্রকাশ করায় আমি অত্যন্ত আনন্দিত এবং এর সাথে সম্পৃক্ত সকলকে জানাই ধন্যবাদ।
এ শহীদ চৌধুরী
সাবেক সভাপতি
আলহামদুলিল্লাহ, সামাজিক একজন মানুষ হিসেবে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র জন্মলগ্ন থেকে সৃষ্টির সেরা জীব মানবজাতির কল্যাণে কাজ করার অনন্য একটি সুবর্ণ সুযোগ হয়েছিল। তাই প্রবাস জীবনে শত ব্যস্ততার মাঝে আমাদের পরিশ্রম ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল এই সংগঠনের উত্তর উত্তর সাফল্য কামনা করি এবং প্রত্যাশা করি সংগঠনটি এগিয়ে যাক হত দরিদ্র মানুষের শিক্ষা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে। পরিশেষে ম্যাগাজিন প্রকাশনা পরিষদের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সম্মানিত সকল ট্রাস্টিবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
ইমরান খান
সাবেক সাধারণ সম্পাদক
দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর দ্বি-বার্ষিক সাধারণ সভা – ২০১৮ উপলক্ষে একটি ম্যাগাজিন প্রকাশ করা হচ্ছে শুনে আমি অত্যন্ত আনন্দিত৷ যাদের শ্রম ও সহযোগিতায় ম্যাগাজিনটি প্রকাশ করা হচ্ছে তাদের সবাইকে জানাই আন্তরিক অভিবাদন।
প্রত্যাশা করি সকলের সার্বিক শ্রম ও সহযোগিতায় দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র পরিধি হোক আরো বৃহৎ এবং কার্যক্রম হবে আরো বেগবান৷ ইনশা আল্লাহ।
মাহবুব আলী চুনু
সাবেক কোষাধ্যক্ষ
WHAT WE DO
OUR FOCUS AREAS

Rural Development

Rural Education

Resource Mobilization

Land Acquisition & Construction

Orphan & Needy Support

Adobt a School

Orphan Education
